দিনাজপুরের ফুলবাড়ীতে চুরির ঘটনায় সাজাপ্রাপ্ত রুহুল আমিন মানিকসহ পৃথক মামলার তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে ফুলবাড়ী উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার সাজাপ্রাপ্ত রুহুল আমিন মানিক ফুলবাড়ী উপজেলার আলাদিপুর ইউপির দক্ষিন বাসুদেবপুর গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে। সে দিনাজপুর আদালতের ৬৬৫/১২নং জিআর মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী ও তার নামে একাধিক চুরির মামলা বিচারাধীন রয়েছে বলে জানায় পুলিশ।
পৃথক অভিযানে পৃথক মামলার আটককৃত আসামীরা হলেন, ফুলবাড়ীর পশ্চিম কাটাবাড়ী গ্রামের আফজাল গাজির ছেলে সাগর গাজি (৩০) ও ফরিদাবাদ গ্রামের নবাব উদ্দিনের ছেলে নজর আলী (৪০)।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও পুলিশ পুরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম বলেন, আটক মানিককে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চেয়ে আবেদন করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম