ময়মনসিংহের ফুলপুরে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপির ব্যক্তিগত তহবিল থেকে শীতবস্ত্র হিসেবে ১০ হাজার কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাতে ছনধরা ইউনিয়ন, রামভদ্রপুর ইউনিয়ন ও ভাইটকান্দি ইউনিয়নসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে এসব কম্বল বিতরণ করা হয়। এর আগে সরকারিভাবে ৪ হাজার ৯০০ কম্বল বিতরণ করা হয়েছে।
গতরাতে কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন, গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপির স্থানীয় প্রতিনিধি ফুলপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার এম সাজ্জাদুল হাসান, ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন, জেলা পরিষদের সদস্য মাহবুবুর রহমান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া পারভীন লাকি, ছনধরা ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আশীষ কর্মকার প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ