চাকুরিতে তিনটি পর্যায়োন্নয়ন দাবিতে অবস্থান ধর্মঘট শুরু করেছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) কর্মকর্তারা। সোমবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত পবিপ্রবির প্রশাসনিক ভবনের সামনে শতাধিক কর্মকর্তারা কর্মবিরতিসহ অবস্থান ধর্মঘট পালন করেছে।
পবিপ্রবি কর্মকর্তা এসোসিয়েশনের সভাপতি ডেপুটি রেজিষ্ট্রার মো: সাইদুর রহমান জুয়েলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: ওয়াজকুরুনির সঞ্চালনায় অবস্থান ধর্মঘটের সমাবেশে অন্যান্যের মধ্যে ডেপুটি রেজিষ্ট্রার মো: আরিফুর রহমান জুয়েল, মিজানুর রহমান টমাস, মো: আতাউর রহমান, জসিম উদ্দিন বাদল প্রমুখ বক্তৃতা করেন।
বিডি প্রতিদিন/এএ