দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে ২০২২ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় ৯৯ হাজার ৭০৫ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছেন ৭৮ হাজার ৮৪৯ জন। পাসের হার ৭৯.০৮। এবার শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১১ হাজার ৮৩০ জন। রংপুর বিভাগের ৮টি জেলার মধ্যে সবচেয়ে বেশি জিপিএ-৫ পেয়ে শীর্ষে অবস্থান করছে রংপুর জেলার শিক্ষার্থীরা। তবে ছাত্রদের তুলনায় ছাত্রীরা জিপিএ-৫ এবং পাসের হারে এগিয়ে রয়েছে।
দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক কামরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বুধবার দিনাজপুর শিক্ষাবোর্ডের দেয়া তথ্যমতে, চলতি বছরে এই বোর্ডের অধীনে ৮টি জেলার মোট ৬৭১টি কলেজের ৭৮ হাজার ৮৪৯ জনকে কৃতকার্য দেখানো হয়েছে। মোট জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর মধ্যে ৫ হাজার ৫৭৫ জন ছাত্র ও ৬ হাজার ২৫৫ জন ছাত্রী। গত বছরের তুলনায় শিক্ষার্থীর সংখ্যা কম এবং জিপিএ-৫ এর সংখ্যাও কম পেয়েছে। তবে ছেলের তুলনায় মেয়েরা জিপি-এ ৫ বেশি পেয়েছে। গত বছরে শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ১৩ হাজার ৪৪ জন। আর জিপিএ-৫ পেয়েছিলেন ১৫ হাজার ৩৪৯ জন। আর এবারে ১৩ হাজার ৩৩৯ জন শিক্ষার্থী কম এবং গত বছরের তুলনায় ৩ হাজার ৫১৯ জন জিপিএ-৫ কম পেয়েছেন।রংপুর বিভাগের ৮টি জেলার মধ্যে সবচেয়ে বেশি জিপিএ-৫ পেয়েছেন রংপুর জেলার শিক্ষার্থীরা। এই জেলায় মোট ৪ হাজার ৪৫১ জন জিপিএ-৫ পেয়েছেন। আর দ্বিতীয় অবস্থানে রয়েছেন দিনাজপুর জেলার শিক্ষার্থীরা, জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ৩৬২ জন। এছাড়াও ১ হাজার ৪৬০ জন জিপিএ-৫ নীলফামারী, ১ হাজার ২৬৫ জন জিপিএ-৫ গাইবান্ধা, ৬৮৭ জন জিপিএ-৫ কুড়িগ্রাম, ৬৮৩ জন জিপিএ-৫ ঠাকুরগাঁও, ৫৬৫ জন জিপিএ-৫ লালমনিরহাট এবং ৩৫৭ জন জিপিএ-৫ পঞ্চগড় পেয়েছে। দিনাজপুর শিক্ষা বোর্ডে এবার ১৩টি কলেজের একজনও পাস করতে পারেনি।
এদিকে ভালো ফলাফলে দিনাজপুর শহরের বেসরকারি হলিল্যান্ড কলেজে আনন্দ উচ্ছ্বাসে মেতে ওঠেন ছাত্রীরা। ৪১৭ জনের মধ্যে ১৩২ জন জিপিএ-৫ প্রাপ্তিসহ প্রতিষ্ঠানটির পাসের হার ৯৬ দশমিক ৪৪ শতাংশ।
বিডি প্রতিদিন/এমআই