লালমনিরহাটের মহেন্দ্রনগরে শনিবার সন্ধ্যায় আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষের সময় দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে রবিবার দুপুরে সদর উপজেলার বুড়ির বাজার নামক এলাকায় সড়ক অবরোধ করে রাখে ব্যবসায়ীরা।
এই সড়ক অবরোধ চলে দুই ঘণ্টাব্যাপী। পরে পুলিশ ও জেলা পরিষদের চেয়ারম্যান এসে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে মামলা ও ক্ষতিপূরণের আশ্বাস দিলে তা প্রত্যাহার করা হয়।
এই ঘটনায় এখন পর্যন্ত দুইজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে সদর থানার ওসি এরশাদুল আলম।শনিবার সন্ধ্যায় বিএনপির পদযাত্রা ও আওয়ামী লীগের শান্তি সমাবেশে দুই দলের সংঘর্ষের ঘটনায় ২৫জন আহত হয়েছেন। এ সময় উভয় দলের সমর্থকরা বাসাবাড়ী, দোকান পাট ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা অগ্নিসংযোগ করেছে। এসময় ভাংচুর করা হয় কয়েকটি মটরসাইকেল।
সড়ক অবরোধ চলকালীন সময়ে জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমান ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের বলেন, যারা এ ধ্বংসযজ্ঞ চালিয়েছে তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনা হবে। কেউই পার পাবে না।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন