২১ ফেব্রুয়ারি, ২০২৩ ১৬:৫৬

বরিশালে শহিদ মিনার নির্মাণ প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল


বরিশালে শহিদ মিনার নির্মাণ প্রতিযোগিতা

সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে দেশপ্রেম জাগ্রত করতে বরিশালে শহিদ মিনার নির্মাণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ইট, বাঁশ, কাগজ, কাঠের গুড়ি, রং ও মাটি দিয়ে এসব শহিদ মিনার নির্মাণ করেছে কীর্তনখোল তীরবর্তী নগরীর রসুলপুর কলোনির (বস্তির) শিশুরা। শহীদ মিনার নির্মাণে অভিভাবকরাও সহযোগিতা করেছেন শিশুদের। এতে আনন্দ পেয়েছে সুবিধা বঞ্চিত শিশু ও তাদের অভিভাবকরা। দিনভর এই আয়োজনে সেরা প্রতিযোগীদের পুরস্কৃতও করেন আয়োজকরা। 

কীর্তনখোলা নদীর বুকে জেগে ওঠা রসুলপুর চরের বেশিরভাগ মানুষ নিরক্ষর। সেখানে একটি স্কুল প্রতিষ্ঠা করা হলেও এখন পর্যন্ত অনেক শিশু স্কুলমুখি হয়নি। এসব শিশুদের ইতিহাস ঐতিহ্যের প্রতি আকর্ষণ সৃষ্টি এবং দেশপ্রেম জাগ্রত করতে গত ১২ বছর ধরে রসুলপুর চরে একুশে ফেব্রুয়ারিতে শহীদ মিনার নির্মাণ প্রতিযোগিতার আয়োজন করছে বাসদ। এই ধারাবাহিকতায় এবার রসুলপুর চরের বিভিন্ন স্থানে ২৫টি শহিদ মিনার নির্মাণ করেছে সুবিধা বঞ্চিত শিশুরা। 

ইট, বাঁশ, কাগজ, কাঠের গুড়ি, রং ও মাটি দিয়ে দুই দিন ধরে এসব শহিদ মিনার নির্মাণ করেছেন তারা। এতে সহায়তা করেছেন তাদের অভিভাবকরা। এসব শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহিদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে রসুলপুর চরের শিশুরা। এতে বেজায় খুশি তারা। শিশুদের আনন্দে খুশি অভিভাবকরাও। 

দেশপ্রেম সৃষ্টি করতে বাসদের এই উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আয়োজক সংগঠন বাসদের জেলা সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী। 

প্রতিযোগিতায় সেরাদের মাঝে পুরস্কার বিতরণ করেন আয়োজকরা। এছাড়া দিবসটি উপলক্ষ্যে রসুলপুর চরে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করে বাসদ। 

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর