৬ মার্চ, ২০২৩ ১৭:৫৯

দিনাজপুরে কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার

দিনাজপুর স্টেডিয়াম গ্যালারির পাশে ময়লার স্তুপ থেকে শাহারীন বিপুল নামে এক কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত শাহারীন বিপুল দিনাজপুর সদরের আস্করপুর ইউনিয়নের বটেরহাট গোবিন্দপুর এলাকার মোস্তাফিজুরের ছেলে। সে সিটি কলেজের ছাত্র বলে জানা যায়।

আজ সোমবার দুপুরে ঘটনাস্থল থেকে দুর্গন্ধ ছড়ালে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ওই কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার করে। 

পরিবার জানায়, গত শনিবার সকালে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ হয় শাহারীন বিপুল। সোমবার তার লাশ দেখে সনাক্ত করেন তারা।

কোতোয়ালি থানার ওসি তদন্ত গোলাম মাওলা শাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। রিপোর্ট পেলে প্রকৃত ঘটনা জানা যাবে। 

 

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর