মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার পাঁচগাও ইউনিয়র পরিষদ নির্বাচনে ভোটাদের ধারে ধারে ভোট প্রার্থনায় ব্যস্ত সময় পার করছেন নৌকা প্রার্থী সুমন হালদার। তিনি প্রতিদিন ইউনিয়টির বিভিন্ন ওয়ার্ডের গ্রামে গ্রামে ভোটারদের বাড়ি বাড়ি ছুটে বেড়েচ্ছে। তারাই ধারাবাহিকতায় বুধবার দুপুর ১২টার দিকে নৌকার পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আওয়ামী লীগ দলীয় প্রার্থী এস এম সুমন হালদারকে নৌকা প্রতীকে সর্বস্তরের মানুষকে ভোট দেওয়ার আহবান জানিয়ে পাঁচগাও বাজার এলাকায় অনুষ্ঠিত এই উঠান বৈঠকে বক্তব্য রাখেন টঙ্গীবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাফিজ আল আসাদ বারেক, জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কাজী আবদুল ওয়াহিদ, টঙ্গীবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ কোভিদ হালদার, কাঠাদিয়া-শিমুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আনিসুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক মোহাম্মদ কাউসার হালদার প্রমুখ।
এছাড়াও ইউনিয়নটির এবাবরের নির্বাচনে ১০ জন চেয়ারম্যান প্রার্থীর পাশাপাশি সংরক্ষিত নারী ৯ ও পুরুষ ওয়ার্ডে ২৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইউনিয়নটিতে মোট ভোটার রয়েছেন প্রায় ১৩ হাজার। ১৩ মার্চ এখানে ভোট অনুষ্ঠিত হবে।বিডি প্রতিদিন/এএ