বগুড়ার গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য আব্দুর রাজ্জাককে মূল আসামি করে নিহত শীর্ষ সন্ত্রাসী নয়নের মা নারগীছ বেগম বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৭/৮ জনের নামে থানায় হত্যা মামলা দায়ের করেছে। রবিবার রাতে গাবতলী মডেল থানায় এ মামলা দায়ের করা হয়।
পুলিশ এজাহারভুক্ত আসামি মহিষাবান মন্ডলপাড়া গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে তাইজুল ইসলাম তাজুলকে গ্রেফতার করেছে। নিহত সন্ত্রাসী নাহিদুল ইসলাম নয়ন মহিষাবান ইউনিয়নের গোলাবাড়ীর চকমড়িয়া গ্রামের মৃত মোফাজ্জল হোসেনের ছেলে।
মামলার এজাহারে বলা হয়, শনিবার সন্ধ্যায় মহিষাবান ইউনিয়নের দোবোত্তর পাড়ায় একটি বাঁশ বাগানের মধ্যে পূর্ব শত্রুতার জের ধরে আসামিরা পরিকল্পিতভাবে ঘটনাস্থলে নয়নকে ডেকে নিয়ে যায়। সেখান তাকে ছুরিকাঘাত ও পিটিয়ে হত্যা করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা গাবতলী মডেল থানার এসআই সুজল কুমার দেবনাথ জানান, নয়নের মা বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন। এজাহারভুক্ত আসামি তাজুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। তাকে সোমবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত আছে।
জানা গেছে, শীর্ষ সন্ত্রাসী নয়নের নামে ডাকাতি, ছিনতাই, গরু চুরি, সন্ত্রাসী, মাদকসহ ২০টি মামলা রয়েছে। আধিপত্য বিস্তারসহ নানা অপকর্মে জড়িত ছিল নয়ন। আইনশৃঙ্খলা বাহিনী নয়নকে একাধিকবার গ্রেফতার করেছিল।
বিডি প্রতিদিন/এমআই