কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে শপথবাক্য পাঠ করান আইনজীবী সমিতি নির্বাচন-২০২৩-এর প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট এস এম মাহবুবুর রহমান।
জেলা আইনজীবী সমিতির ১৪টি পদের নির্বাচিত সকলেই শপথ গ্রহণ করেন।
তারা হলেন-সভাপতি মো. সহিদুল আলম শহীদ, সহ-সভাপতি মুফতি মো. জাকির খান ও মো. নবী হোসেন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রতন, সহ সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন রুবেল ও সাইদুর রহমান সরকার রাসেল, লাইব্রেরি সম্পাদক মোহাম্মদ আবু সাঈম, সাংস্কৃতিক সম্পাদক সাইফুল ইসলাম আহমেদ পলাশ, অডিটর (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত) আবু সাদাত মো. সায়েম এবং পাঁচজন সদস্য যথাক্রমে জাকির হোসেন অভি, শাহরিয়ার কবির দিপু, শাখাওয়াত হোসেন, মো. আল-আমীন (করিমগঞ্জ) ও মোহাম্মদ আব্দুল্লাহ আল বোখারী।
শপথ গ্রহণ অনুষ্ঠানে পাঁচজন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট এস এম মাহবুবুর রহমান ছাড়াও নির্বাচন কমিশনার অ্যাডভোকেট এ বি এম লুৎফর রশিদ রানা, অ্যাডভোকেট মো. কামরুল ইসলাম বাবু, অ্যাডভোকেট শেখ ফারুক আহম্মদ ও অ্যাডভোকেট মো. সানোয়ার হোসেন রুবেল উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৬ মার্চ জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/এমআই