১৩ মার্চ, ২০২৩ ২১:২৭

কালীগঞ্জে প্রবীণ, প্রতিবন্ধী ও মাদকাসক্তদের অধিকার ও বর্তমান প্রেক্ষাপট শীর্ষক মতবিনিময়

গাজীপুর প্রতিনিধি

কালীগঞ্জে প্রবীণ, প্রতিবন্ধী ও মাদকাসক্তদের অধিকার ও বর্তমান প্রেক্ষাপট শীর্ষক মতবিনিময়

গাজীপুরের কালীগঞ্জে প্রবীণ, প্রতিবন্ধী ও মাদকাসক্ত ব্যক্তিদের অধিকার এবং বর্তমান প্রেক্ষাপট শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলার তুমলিয়া খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ফিলিপ অডিটোরিয়াম এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।  

বেসরকারী উন্নয়ন সংস্থা (এনজিও) কারিতাস এসডিডিবি প্রকল্প কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি। 

কারিতাস ঢাকা অঞ্চলের আঞ্চলিক পরিচালক জ্যোতি গমেজের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ, মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলা রোজারিও, তুমলিয়া ধর্মপল্লীর পালপুরোহিত ফাদার যাকোব স্বপন গমেজ, কারিতাস ঢাকা অঞ্চলের প্রোগাম অফিসার ফরিদ আহম্মদ খান, এসডিডিবি প্রকল্পের জুনিয়র প্রোগাম অফিসার নির্ণয় নরবার্ট শর্মা, এনিমেটর জয়ন্ত মজুমদার প্রমুখ। 

সভায় ২ শতাধীক প্রবীণ, প্রতিবন্ধী ও মাদকাসক্ত ব্যক্তি বর্তমান প্রেক্ষাপট নিয়ে নিজ নিজ মতামত প্রকাশ করেন এবং সরকার কর্তৃক প্রদানকৃত বিভিন্ন সুযোগ-সুবিধা প্রাপ্তির মাধ্যমে কিভাবে বর্তমান জীবন মান উন্নয়ন করা যায় সে ব্যাপারে মত প্রকাশ করেছেন। 

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর