গাজীপুরে গ্রীল কেটে বাড়িতে ঢুকে এক কলেজছাত্রকে হাত-পা বেঁধে খুন করেছে দুর্বৃত্তরা। এসময় তারা নগদ টাকা ও স্বর্ণালংকারসহ বিভিন্ন মূল্যবান মালামাল লুট করে। সোমবার ভোররাতে গাজীপুর সিটি করপোরেশনের সদর থানাধীন দক্ষিণ সালনা এলাকার উত্তর মোল্লা পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম-মাহিউস সোনান চৌধুরী (১৯)। তিনি গাজীপুর সিটি করপোরেশনের সদর থানাধীন ১৯ নং ওয়ার্ডের দক্ষিণ সালনা এলাকার উওর মোল্লা পাড়ার মৃত এ কে এম জালাল চৌধুরীর ছেলে। নিহত সোনান এ বছর গাজীপুর শহরের কাজী আজিম উদ্দিন কলেজ থেকে এইচএসসি পাশ করেছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানার এস আই সৈয়দ বায়েজিদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে। ময়না তদন্তের জন্য নিহতের লাশ গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
নিহতের মা মেহজাবিন জানান, আমার ছেলের সঙ্গে কারোর কোন শত্রুতা নেই। তবে আমার ছেলের পাওনা টাকা নিয়ে প্রায় ৫/৬ মাস আগে এলাকার কয়েক ছেলেদের সঙ্গে ঝামেলা হয়েছিল। পরে অবশ্য সেটির মিমাংসাও হয়ে গেছে। ওই ঘটনার জেরে এ ঘটনা ঘটেছে কি-না তা বুঝা যাচ্ছে না।
জিএমপি’র উপ-কমিশনার (অপরাধ-উত্তর) আবু তোরাব মো: শামসুর রহমান জানান, এটি ডাকাতির বা লুটের ঘটনা, নাকি পূর্ব শত্রুতার জেরে ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনায় জড়িতদের সনাক্ত ও তাদের গ্রেফতারের চেষ্ট চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
বিডি প্রতিদিন/এএম