গোপালগঞ্জে মায়ের সঙ্গে খালে গোসল করতে নেমে শিশুকন্যা জামিলা (৩) নিখোঁজ হয়েছে। সোমবার দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর ইউনিয়নের রাউথখামার গ্রামে এই ঘটনাটি ঘটেছে। জামিলা ওই গ্রামের সোহেল চৌধূরীর কন্যা।
গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার শেখ মো. আরিফুল হক জানান, শিশু জামিলা তার মা কাকলী বেগমের সাথে রাউথখামার গ্রামে খালে (ব্রিজের পাশে) গোসল করতে নামে। শিশুটি খালের পানিতে ডুবে নিখোঁজ হয়। খবর পেয়ে আমরা বিকেলে ওই খালে উদ্ধার কাজ পরিচালনা করেছি। কিন্তু নিখোঁজ শিশুটিকে উদ্ধার করতে পারিনি। মাদারীপুরের টেকেরহাট ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। ওই দলটি ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ পরিচালনা করবে।
বিডি প্রতিদিন/এএম