পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন উপমন্ত্রী হাবিবুর নাহার বলেছেন, ‘জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতি কমাতে ও পরিবেশের ভারসাম্য রক্ষায় সবুজায়নের ওপর গুরুত্ব দিচ্ছে সরকার।’
উপমন্ত্রী আজ সোমবার কক্সবাজারে দক্ষিণ বন বিভাগ ও নেকমের আয়োজনে রামু রাজারকুল রেঞ্জ অফিসে উপকারভোগীদের মাঝে টেকসই বন ও জীবিকা (সুফল) প্রকল্পের বন ব্যাবস্থাপনা কার্যক্রমের আওতায় ‘জীবিকা উন্নয়ন তহবিলের’ চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
তিনি বলেন, ‘উপকূলীয় ও পাহাড়ি এলাকার প্রান্তিক মানুষকে বনের উপর নির্ভরতা কমাতে তাদের প্রশিক্ষিত করে উদ্যোক্তা করে গড়ে তোলা হচ্ছে।’
চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক বিপুল কৃষ্ণ দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, প্রধান বন সংরক্ষক মো আমীর হোসাইন চৌধুরী, পরিবেশ বন ও জলবায়ু মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড,মুনিরা সুলতানা,অতিরিক্ত জেলা প্রশাসক তাপ্তি চাকমা, দক্ষিণ বন বিভাগীয় কর্মকর্তা মো সারওয়ার আলম, নেকম চেয়ারম্যান অধ্যাপক ড. মো আবদুর রব মোল্লা, সুফল প্রকল্পের উপ পরিচালক আব্রাহাম হোসেন বক্তব্য রাখেন।
পরে টেকসই বন ও জীবিকা (সুফল) প্রকল্পের অধীনে রাজারকুল রেঞ্জের সাতটি বিটের ১১ টি ইউনিটের ৬৩৭ জনকে জনপ্রতি ৪২ হাজার টাকা করে মোট ২ কোটি ৬৭ লাখ ৫৪ হাজার টাকা বিতরণ করা হয়।
এর আগে মুজিববর্ষ উপলক্ষে ১০০ হেক্টর বিরল ও মিশ্র ১০০ প্রজাতির বাগান সৃজনের নার্সারি কেন্দ্র পরিদর্শন করেন উপমন্ত্রী।
বিডি প্রতিদিন/নাজমুল