কক্সবাজারের টেকনাফে মানসম্মত প্রাথমিক শিক্ষা, স্মার্ট বাংলাদেশ গড়ার দীক্ষা প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৩ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সরকারি প্রাথমিক বিদ্যালয় গুলোতে ল্যাপটপ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশীষ বোসের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন সাবেক সাংসদ ও পৌর আওয়ামী লীগ সভাপতি আব্দুর রহমান বদি। এ সময় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আলম বাহাদুর, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সরোয়ার আলমসহ সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক-শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গৌর চন্দ্র দে।
পরিশেষে মাল্টিমিডিয়া ক্লাস করার সুবিধার্থে কচুবনিয়া এমপি বদি সরকারি প্রাথমিক বিদ্যালয়, চৌধুরী পাড়া হাজ্বী ইসলাম-শাহজাহান সরকারি প্রাথমিক বিদ্যালয়, হ্নীলা সুফিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ ৫১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ শেষে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
বিডি প্রতিদিন/এএ