সুনামগঞ্জে ট্রাক-সিএনজি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এতে আহত হয়েছে চালকসহ আরও দুজন। হতাহত সবাই সিএনজির যাত্রী ছিলেন।
মঙ্গলবার সকালৃ সাড়ে ১০ টায় সুনামগঞ্জ-সিলেট সড়কের হালুয়ারগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০টার দিকে সুনামগঞ্জ থেকে সিলেটগামী একটি ট্রাক ও জগন্নাথপুর থেকে সুনামগঞ্জগামী একটি সিএনজি অটোরিক্সার মধ্যে হালুয়ারগাঁও এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। দুই যাত্রীর ঘটনাস্থলে মৃত্যু হয়, আহত হন আরও দুইজন।
নিহতরা হলো, জগন্নাথপুর উপজেলার জামালপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে হাদিউল ইসলাম কামালী (২৪), চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলার শিলাইগুড়া গ্রামের আবুল কালামের ছেলে নাসির আলম (২৮)। এছাড়া এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন জগন্নাথপুর উপজেলার মজিদপুর গ্রামের মৃত চেরাগ আলীর ছেলে ছইল মিয়া (৫১)। তিনি ওই সিএনজির চালক ছিলেন বলেন জানা গেছে।
সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইফতেখার উদ্দিন চৌধুরী জানান, সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। তাদের লাশ সুনামগঞ্জ সদর হাসপাতালে রাখা হয়েছে। তিনি আরও জানান, দুর্ঘটনা কবলিত ট্রাক আটক করেছে পুলিশ।
বিডিপ্রতিদিন/কবিরুল