বাগেরহাটের ফকিরহাট উপজেলা ফারার সার্ভিস স্টেশনের উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে প্রধান অতিথি হিসেবে দেশের ৪৯৪তম এই ফারার সার্ভিস স্টেশনটির উদ্বোধন করেন বাগেরহাট- ১ আসনের এমপি শেখ হেলাল উদ্দিন।
এসময় সময় ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন, ফারার সার্ভিসের খুলনা বিভাগীয় প্রধান মামুন মাহমুদ, বাগেরহাটের জেলা প্রশাসক মোহম্মদ আজিজুর রহমান, পুলিশ সুপার কে এম অরিফুল হক, ফকিরহাট উপজেলা চেয়ারম্যান স্বপন দাশসহ সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জানানো হয়, সরকারের গণপূর্ত বিভাগ ৩ কোটি ৪৩ লাখ টাকা ব্যয়ে দেশের ৪৯৪তম এই ফারার সার্ভিস স্টেশনটি নির্মাণ করেছে।
বিডি প্রতিদিন/হিমেল