বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, দেশের মানুষ আজ সীমাহীন কষ্টে দিন পার করছে। ১০ দিনে এক কেজি মাছ কিনতে পারে না মানুষ। এই সরকারের পতন ছাড়া মানুষের ঘরে শান্তি ফিরবে না।
শনিবার বিকালে বিক্ষোভ মিছিল শেষে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির কার্যালয়ে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নজরুল ইসলাম খান বলেন, সরকার গর্ব করে বলে আমাদের মাথাপিছু আয় বেড়ে গেছে। আমরা নাকি বড় লোক হয়ে গেছি! উপস্থিত মানুষদের লক্ষ্য করে এ সময় তিনি বলেন, ‘আপনারা কি এসব টের পেয়েছেন?
তিনি বলেন, আপনারা দেখেছেন ছাত্রলীগের জেলা পর্যায়ের এক নেতা দুই হাজার কোটি টাকা পাচার করেছে। তাহলে তাদের বড় নেতারা কত টাকা পাচার করেছে? তারা লুটপাটের উৎসব করেছে।
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আমিন-উর-রশিদ ইয়াছিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব জসীম উদ্দিন, মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক আমিরুজ্জামান আমির, বর্তমান আহ্বায়ক উৎবাতুল বারী আবু, সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বিডিপ্রতিদিন/কবিরুল