চুয়াডাঙ্গার দর্শনায় গাছের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কা লেগে চালক মুন্না শেখ (৩০) নিহত হয়েছেন। রবিবার দুপুরে দর্শনা পৌর এলাকার হঠাৎপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মুন্না শেখ সদর উপজেলার ডিঙ্গেদহের লাল্টু শেখের ছেলে। তিনি দর্শনা মোবরকপাড়ায় বসবাস করতেন।
দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) এএইচএম লুৎফুল কবির জানান, রবিবার দুপুরে গাড়ি নিয়ে বাড়ি ফিরছিলেন মুন্না শেখ। পথে হঠাৎপাড়া এলাকায় একটি কুকুরের সাথে ধাক্কা গাড়ির নিয়ন্ত্রণ হারায়। এসময় রাস্তার পাশের একটি গাছের সাথে সজোরে ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হন মুন্না শেখ। স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিডি প্রতিদিন/এএম