দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির দ্বি-বার্ষিক (২০২৩-২০২৪ ও ২০২৪-২০২৫) সালের নির্বাচনে রেজা হুমায়ূন ফারুক চৌধুরী শামিম পরিষদের ১৫টি ও মোঃ নুরুল মঈন মিনু পরিষদের ৩টি পদে বিজয়ী হয়েছেন। নির্বাচনে দুটি প্যানেল ও একজন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
দিনাজপুর শহরের কালেক্ট্ররেট স্কুল এন্ড কলেজে স্থাপিত ভোট কেন্দ্রে ভোট গণনা শেষে শনিবার রাতে বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার ও দিনাজপুর চেম্বার নির্বাচনের প্রিজাইডিং অফিসার পরিমল কুমার সরকার।
রেজা হুমায়ূন ফারুক চৌধুরী শামিম পরিষদের বিজয়ী প্রার্থীরা হলেন রেজা হুমায়ূন ফারুক চৌধুরী শামীম, মোঃ মোসাদ্দেক হোসেন, মোঃ আব্দুল্লাহ আল কাফি লিটন, মোঃ আখতারুজ্জামান জুয়েল, সূজা উর-রব-চৌধুরী, মোসাদ্দেক হোসেন চৌধুরী পাপ্পু, আলহাজ¦ সৈয়দ সাগির আহম্মেদ, শাহেদ রিয়াজ পিম, মোঃ জর্জিস আনাম, মোঃ শামীম কবির, মোঃ সানোয়ার হোসেন, মোঃ মোস্তফা কামাল মিলন, প্রতাপ কুমার সাহা পানু, বাদশা ইমাম আরাফাত ও রাহবার কবির পিয়াল।
অপরদিকে মোঃ নুরুল মঈন মিনু পরিষদের ৩ জন বিজয়ী প্রার্থীরা হলেন মানবেন্দ্র দাস মনোজ, মোঃ রুবেল ইসলাম ও সহিদুর রহমান পাটোয়ারী মোহন।
এর আগে দিনাজপুর শহরের বড়মাঠ সংলগ্ন কালেক্ট্ররেট স্কুল এন্ড কলেজে শনিবার সকাল সাড়ে ৮টা হতে বিকেল ৫টা পর্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে সর্বমোট ২৩৫২ জন ভোটারের মধ্যে ২১২৮ জন ভোটার ভোট প্রদান করেন। ২১২৮টি ভোটের মধ্যে বৈধ ভোট সংখ্যা ২০৩৬টি ও বাতিল ভোট সংখ্যা ৯২টি।
বিডি প্রতিদিন/এএ