২০ মার্চ, ২০২৩ ১৭:৩৪

বগুড়ায় এক বছরে রেমিট্যান্স এলো সাড়ে ১৮ হাজার কোটি টাকা

আবদুর রহমান টুলু, বগুড়া

বগুড়ায় এক বছরে রেমিট্যান্স এলো সাড়ে ১৮ হাজার কোটি টাকা

প্রতীকী ছবি

বগুড়ায় এক বছরে রেমিট্যান্স এলো সাড়ে ১৮ হাজার কোটি টাকা। বগুড়া থেকে বিশ্বের বিভিন্ন দেশে কাজ করে প্রবাসীরা এই রেমিট্যান্স প্রেরণ করেছে তাদের পরিবারের কাছে। এই পরিমাণ রেমিট্যান্স বগুড়ায় আসায় বেড়েছে আর্থিক অগ্রগতি। সরকারিভাবে বলা হচ্ছে বগুড়ার ১৫ হাজার প্রবাসী এই পরিমাণ রেমিট্যান্স প্রেরণ করেছেন।

জানা যায়, নিজেদের ও পরিবারের ভাগ্যের পরিবর্তনে এবং আর্থিক অগ্রগতি বাড়াতে বগুড়ার অনেক যুবকই পাড়ি জমাচ্ছেন বিদেশে। দেশে সরকারি প্রতিষ্ঠানে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ নিয়ে বেকার যুবকরা বিদেশে গিয়ে কাজ করে এই রেমিট্যান্স প্রেরণ করছেন। বগুড়ায় গত ২০২১-২২ অর্থ বছরে ১৮৬ দশমিক ৪ মিলিয়ন মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশীরা। যার দেশীয় মুদ্রার পরিমান ১৮ হাজার ৬০০ কোটি টাকা। ২০২২ সালে সারাদেশে বৈধভাবে ১১ লাখ ৩৫ হাজার ৮৭৩ জন প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ হয়ে বিদেশে পারি জমান। এর মধ্যে শুধু বগুড়ার রয়েছে ১৫ হাজার ২৬১ জন। ১৫ হাজার ২৬১ জন মিলিয়ে ২০২২ সালে প্রায় ৫০ কোটি টাকা রেমিট্যান্স প্রেরণ করে বগুড়ায়।

সৌদি প্রবাসী বগুড়া শহরের মালতীনগরের বাসিন্দা সুলতান মাহমুদ জানান, তিনি বগুড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ৬ মাসের প্রশিক্ষণ গ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে কর্মকর্তাদের সহযোগিতায় বৈধভাবে সৌদি আরবে পাড়ি জমান। সেখানে গিয়ে টেকিনিক্যাল কাজ করে পরিবারের জন্য নিয়মিত অর্থ প্রেরণ করছেন।

দুবাই প্রবাসী বগুড়ার সোনাতলা উপজেলার ওয়াজেদ হোসেন এর স্ত্রী মোছা. চানতারা জানান, যমুনা নদীতে বাড়িঘর ভাঙ্গনের শিকার হওয়ার পর দিশেহারা হয়ে পড়ে পরিবারটি। পরে সরকারিভাবে প্রশিক্ষণ শেষে দুবাই চলে যান ওয়াজেদ। সেখানে কাজ করে দেশের বাড়িতে প্রতি মাসে অর্থ প্রেরণ করছেন। এখন তার পরিবারে আর্থিক গতি বেড়েছে। নতুন করে জমি কিনে একটি বাড়ি করার পরিকল্পনা করেছে পরিবারটি।

বগুড়া জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারি পরিচালক মো. আতিকুর রহমান জানান, গত ২০২১-২২ অর্থ বছরে ১৮৬ দশমিক ৪ মিলিয়ন মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। যার দেশীয় মুদ্রার পরিমান ১৮ হাজার ৬০০ কোটি টাকা। শুধু তাই নয় রেমিট্যান্সের দিক দিক সারাদেশের মধ্যে বগুড়া ২৭ তম স্থান অর্জন করেছে। আর অভিবাসীর দিকে থেকে ২৪ তম হয়েছে। কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র বগুড়া থেকে দক্ষ প্রশিক্ষণের মাধ্যমে বৈধভাবে হাজারও কর্মী বিদেশে গিয়ে কর্মসংস্থানের সৃষ্টি করেছেন। 

বগুড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ সুশান্ত কুমার রায় জানান, উন্নত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ হয়ে যারা বিদেশ যাচ্ছেন তারা ভালো কমংসংস্থানের পেয়ে অর্থ উপার্জন করছেন। কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র বিনামূল্যে প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে। বগুড়ায় প্রতি বছর ১৩টি ট্রেডের মাধ্যমে ১৯ টি কোর্সে দক্ষতা উন্নয়ন মুলক প্রশিক্ষণ প্রদান করা হয়ে থাকে। প্রতি বছর ২০ হাজার থেকে ৩০ হাজার বিদেশগামীকে এ প্রশিক্ষণ দেয়া হয়। উত্তরবঙ্গের ১৬টি জেলার মধ্যে বিদেশগামী কর্মীর সংখ্যার দিকে থেকে বগুড়া প্রথম। তবে অনেকই বিদেশ যাবার ক্ষেত্রে বিভিন্নভাবে প্রতারিত হচ্ছেন। এ বিষয়ে সকলকেই সচেতন হতে হবে। 


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর