২১ মার্চ, ২০২৩ ১৬:৩২

সিরাজগঞ্জে গ্রেফতার থেকে বাঁচতে অপহরণ নাটক, অবশেষে আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জে গ্রেফতার থেকে বাঁচতে
অপহরণ নাটক, অবশেষে আটক

সিরাজগঞ্জের বেলকুচিতে মামলার গ্রেফতারি পরোয়ানা থেকে বাঁচতে একং স্ত্রীসহ তার পরিবারকে মামলার জালে ফাঁসাতে অপহরণ নাটক করে পালিয়ে থাকার ২ বছর ৭ মাস পর সিআইডি পুলিশ ফরহাদ খলিফাকে (৩৫) নামে এক যুবককে উদ্ধারপূর্বক আটক করেছে। সোমবার কিশোরগঞ্জ জেলার বীরদামপাড়া এলাকা থেকে সিআইডি পুলিশ তাকে উদ্ধার করে। উদ্ধারকৃত যুবক বেলকুচি উপজেলার গাবগাছী এলাকার মৃত নশের খলিফার ছেলে। 

সিআইডি পুলিশের পরিদর্শক মোঃ ওহেদুজ্জামান মামলার বরাত দিয়ে জানান, ২০২০ সালের ১৮ সেপ্টেম্বর বেলকুচি থানার শ্যামগাতী এলাকা থেকে ফরহাদ খলিফার স্ত্রী সালমা খাতুনসহ অজ্ঞাতনামা কয়েকজন মাইক্রোবাসে জোরপূর্বক ফরহাদ খলিফাকে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় ফরহাদের মা সখিনা খাতুন ছেলের বউ সালমা খাতুন, তার বাবা মজিদ খলিফা ও মাতা ফরিদা বেগম এবং ভাই মামুন খলিফাসহ অজ্ঞাতনামা ৮-১০ জনের বিরুদ্ধে ১৪ নভেম্বর বেলকুচি থানায় মামলা করেন। বেলকুচি থানার এসআই হাসানুর রহমান তদন্তসহ ভিকটিম ফরহাদ খলিফাকে উদ্ধার না করেই ২০২১ সালের ৩ মে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন। পরে মামলার বাদিনী আদালতে নারাজির আবেদন করলে আদালত মামলাটি তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দেন। নির্দেশনার পর সিআইডি পুলিশের পরিদর্শক মো. ওহেদুজ্জামান ২০২১ সালের ১ নভেম্বর মামলাটির তদন্তভার গ্রহণ করেন।

সিআইডি পুলিশের বিশেষ পুলিশ রেজাউল করিম মল্লিকের নির্দেশনায় ও প্রত্যক্ষ তদারকিতে ওহেদুজ্জামান গোপন সংবাদসহ প্রযুক্তিগত সহায়তা গত ২০ মার্চ ফরহাদ খলিফাকে কিশোরগঞ্জ জেলার বীরদামপাড়া এলাকা থেকে উদ্ধার করেন। তিনি আরো জানান, আটকের পর ফরহাদ স্বীকার করেছেন সে কিশোরগঞ্জের বীর দামপাড়া মৃত লিয়াকত আলীর মেয়ে পারভীন খাতুনকে বিয়ে করে দীর্ঘদিন সেখানে বসবাস করছিল। ফরহাদ আলীর বিরুদ্ধে দুটি গ্রেফতারি পরোয়ানা জারি থাকায় গ্রেফতার এড়ানো এবং তার প্রথম স্ত্রী ও পরিবারকে হয়রানি করার উদ্দেশ্যে তার মাকে বাদিনী করে মিথ্যা অপহরণের নাটক সাজিয়ে মামলাটি করেছিল। আদালতের মাধ্যমে ফরহাদকে জেল হাজতে পাঠানো হয়েছে বলেও সিআইডি কর্মকর্তা জানিয়েছেন। 

বিডি প্রতিদিন/এএ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর