সামাজিক যাত্রাপালা "একটি পয়সা " মঞ্চায়িতের মধ্য দিয়ে কুষ্টিয়ার কুমারখালীতে অনুষ্ঠিত হয়ে গেল তিন দিনব্যাপী স্বাধীনতা যাত্রা উৎসব। "সংস্কৃতির টানে স্বাধীনতার গানে" এই প্রতিপাদ্যে সোমবার মধ্যরাতে কুমারখালী পৌর শিশু পার্ক চত্ত্বরে এই যাত্রাপালা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা শিল্পকলা একাডেমির যৌথ আয়োজনে তিন দিনব্যাপী এ যাত্রা উৎসব শনিবার রাত ৯টায় উদ্বোধন করেন কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জ। প্রতিদিনই শত শত নানা বয়সী মানুষ এ যাত্রাপালা উপভোগ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল জানান, গ্রাম বাংলার বিলুপ্তি প্রায় মঞ্চ যাত্রা পালা টিকিয়ে রাখতে স্বাধীনতা দিবস উপলক্ষে তিন দিনব্যাপী যাত্রা উৎসবের আয়োজন করা হয়েছিল। প্রথম দিনে ঐতিহাসিক যাত্রাপালা 'নাচমহল, দ্বিতীয় দিনে "থানায় যাচ্ছে ছোট বউ" এবং সোমবার রাতে "একটি পয়সা" মঞ্চায়িতের মাধ্যমে শেষ হয় স্বাধীনতা যাত্রা উৎসব।
বিডি প্রতিদিন/এএ