‘সুপেয় পানি খাব সুস্থ শরীর রাখব, পানির দেশে পানি নেই সুপেয় পানির ব্যবস্থা চাই’ স্লোগানে বরগুনার পাথরঘাটায় বিশ্ব পানি দিবসে ‘পানি সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বলেশ্বর নদ সংলগ্ন রুহিতা গ্রামের একটি বিলে বেলা ১১ টার দিকে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), ওয়াটারকিপারস বাংলাদেশ, পাথরঘাটা উপকূল সুরক্ষা আন্দোলন, সেইভ পাথরঘাটা পরিবেশ কমিটির যৌথ আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন ইউপি সদস্য রেজাউল করিম, বেসরকারি উন্নয়ন সংস্থা সংকল্প ট্রাস্টের নির্বাহী পরিচালক মির্জা শহিদুল ইসলাম খালেদ, সাংবাদিক আরিফুর রহমান, এএসএম জসিম, টাইগার টিমের সদস্য জাকির হোসেন, রফিকুল ইসলাম, ইব্রাহিম সাওজাল, সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকন প্রমুখ।
পানি সমাবেশে অন্তত দুই শতাধিক স্থানীয় নারী-পুরুষ উপস্থিত থেকে খালি কলসি নিয়ে নিরাপদ পানি দাবি করেন।
বিডিপ্রতিদিন/কবিরুল