৩০ মার্চ, ২০২৩ ২০:৩৬

রাজবাড়ী সদর হাসপাতালে বৈকালিক চিকিৎসা সেবা

রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ী সদর হাসপাতালে বৈকালিক চিকিৎসা সেবা

রাজবাড়ী সদর হাসপাতালে শুরু হয়েছে বৈকালিক চিকিৎসা সেবা। প্রথমবারের মতো টাকা দিয়ে বেসরকারি হাসপাতাল বা ক্লিনিকের মতোই সরকারি হাসপাতালে বিশেষজ্ঞ ডাক্তার দেখানোর সুযোগ পাচ্ছেন রোগীরা।

বৃহস্পতিবার বিকেল ৩টায় রাজবাড়ী সদর হাসপাতালে এই কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী। সারাদেশে ৫১টি হাসপাতালে এই কার্যক্রম চলবে বলে জানা গেছে।
উদ্বোধনের প্রথম দিনে প্রচার-প্রচারণার অভাবে বৈকালিক হাসপাতালে সেভাবে রোগী আসেনি। এ অবস্থায় অসল সময় পার করছেন চিকিৎসক ও তার সহযোগীরা।
রাজবাড়ী সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, রাজবাড়ীতে প্রতিদিন তিনজন করে চিকিৎসক রোগী দেখবেন। রোস্টার পদ্ধতিতে রোগী দেখা হবে। সরকার চিকিৎসকদের জন্য নির্ধারিত ফি নির্ধারণ করেছেন। এছাড়া প্রয়োজন হলে হাসপাতালের প্যাথলোজি, এক্সেসহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করতে পারবেন।

রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শেখ মোহাম্মদ আব্দুল হান্নান বলেন, প্রথম দিনে শিশু ও অর্থপেডিক্স ডাক্তার রোগী দেখছেন। আমরা আগামীকে তথ্য অফিসের মাধ্যমে প্রচার প্রচারণা চালাবো। তখন রোগী বৃদ্ধি পাবে। এটি সরকারের ভালো উদ্যোগ।

বিডি প্রতিদিন/এএম

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর