৪ এপ্রিল, ২০২৩ ১৬:৫৪

শিশুর পা পোড়ানোর ঘটনায় ৩ জন গ্রেফতার

মানিকগঞ্জ প্রতিনিধি

শিশুর পা পোড়ানোর ঘটনায় ৩ জন গ্রেফতার

মানিকগঞ্জের সিংগাইরে শিশুর পা পোড়ানোর ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন নার্স শিরিনা আক্তার, আয়া দিপালী রানী দাস ও ক্যাশিয়ার মোঃ জাহিদ খান। সকলেই সিংগাইর আঙ্গারিয়া ডাঃ কেরামত আলী হাসপাতালে কর্মরত। জানা যায়, গত ১৮ মার্চ রাত আড়াইটার দিকে আঙ্গারিয়া ডাঃ কেরামত আলী হাসপাতালে নবজাতক শিশুপুত্রকে দুই পায়ে গরম থেরাপি প্রদান করে গুরুতর জখম করা হয়।

এ  ঘটনায় জখমী নবজাতক শিশুর পিতা মোঃ শুকুর আলী বাদী হয়ে হাসপাতালের মালিক ডাঃ মাহমুদা সুলতানা সাকিসহ চারজনকে আসামি করে থানায় মামলা করেন। বিভিন্নস্থানে অভিযান পরিচালনা ডাক্তার ছাড়া সবাইকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। গ্রেফতারকৃত নার্স শিরিনা আক্তার, আয়া দিপালী রানী দাস ও ক্যাশিয়ার মোঃ জাহিদ খানকে আজ আদালতে সোপর্দ করা হয়। 

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মিজানুর ইসলাম বলেন, নবজাতকের পা পুড়ানোর ঘটনায় শিশুর বাবা মোঃ শুকুর আলী বাদী হয়ে হাসপাতালের মালিক ডাঃ মাহমুদা সুলতানা সাকিসহ চারজনকে আসামি করে থানায় মামলা করেন দায়ের করেন। এ ঘটনায় জড়িত ডাক্তার ছাড়া তিনজনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।
    
বিডি প্রতিদিন/এএ

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর