৭ এপ্রিল, ২০২৩ ১৯:৫৪
বান্দরবান

দুর্গম পাহাড়ে সশস্ত্র সংঘর্ষের পর গুলিবিদ্ধ ৮ লাশ উদ্ধার

বান্দরবান প্রতিনিধি

দুর্গম পাহাড়ে সশস্ত্র সংঘর্ষের পর গুলিবিদ্ধ ৮ লাশ উদ্ধার

গুলিবিদ্ধ ৮ লাশ উদ্ধার

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার দুর্গম পাহাড়ে আজ শুক্রবার ভোর রাত থেকে সকাল পর্যন্ত দুটি বিবদমান পাহাড়ি গ্রুপের মধ্যে সশস্ত্র সংঘাতে আটজন নিহত হয়েছেন। 

রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান জানান, উপজেলার খামতাং পাড়ার কাছাকাছি পাহাড় থেকে আটজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য তাদের বান্দরবান সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, স্থানীয়রা নিহতদের মধ্যে কয়েকজনকে চিনতে পারলেও পুলিশ এখনো তাদের বিস্তারিত পরিচয় সম্পর্কে নিশ্চিত হয়নি।

বান্দরবানের পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম বলেন, গোলাগুলির ঘটনায় বেশকিছু হতাহতের পর ওই এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। খামতাং পাড়ারের কাছাকাছি পুলিশ ক্যাম্পগুলোকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে। কোন দুটি গ্রুপের মধ্যে এ রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটেছে সে বিষয়ে মন্তব্য করতে পুলিশ সুপার অপরাগত প্রকাশ করেন।

তিনি বলেন, পুলিশ ঘটনাটি তদন্ত করছে। তদন্তের পর এ বিষয়ে তথ্য দেওয়া যাবে।

স্থানীয় সূত্র জানায়, নিহত আট জনের সবাই বম জাতিগোষ্ঠীভুক্ত। তাদের মধ্যে স্থানীয়রা সাতজনকে চিনতে পেরেছেন। তারা হলেন ভান দু বম, সাং খুম, সান ফির থাং বম, বয় রেম বম, জাহিম বম, লাল লিয়ান ঙাক বম, লাল ঠা জার বম। অপর একজনের নাম জানা যায়নি। 

স্থানীয় সূত্রগুলো বলেছে, নিহতরা পাহাড়ে নতুন বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকিচিন ন্যাশনাল ফ্রন্টের  (কেএনএফ) সামরিক শাখা কুকিচিন ন্যাশনাল আর্মির (কেএনএ) সদস্য। তবে কেএনএফ দাবি করেছে, নিহতরা কেএনএ’র সদস্য নয়। তারা সবাই সাধারণ নিরহ মানুষ।

স্থানীয়দের ধারণা, পাহাড়ি সশস্ত্র গ্রুপ ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-সংস্কার)  গ্রুপের সঙ্গে কুকিচিন ন্যাশনাল আর্মির (কেএনএ) এ সংঘাত ঘটে। 

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর