১৪ এপ্রিল, ২০২৩ ১৫:১৬

মেহেরপুরে উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরে উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত

উইমেন এন্ড ই-কমার্স ট্রাষ্ট (উই) এর উদ্যোগে মেহেরপুরে উদ্যোক্তা মেলার উদ্ভোধন করা হয়েছে। মেহেরপুর বড়বাজারের মানবী বুটিকের হলরুমে এ মেলার উদ্ভোধন করা হয়। উই এর মেহেরপুর জেলা প্রতিনিধি ফারজানা জেসমিন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ফিতা কেটে মেলার উদ্ভোধন করেন।

এসময় অনদের মধ্যে বক্তব্য রাখেন, রেহেনা মান্নান, প্রত্যাশা পাল, আনজুম লাকি, রাহাতুন নেছা, খালিছা আক্তার টুশি, এঞ্জেল মিলি, তোসপিয়া, আশরাফিয়া আফরোজ, মাহফুজা আক্তার, সেলিনা আক্তার, রুমঝুম রেশা প্রমুখ। বিভিন্ন পণ্য নিয়ে ১৫টি উদ্যোক্তা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর