২৪ এপ্রিল, ২০২৩ ১২:২৪

যেসব ভুলে দ্রুত নষ্ট হয় স্মার্টফোনের ব্যাটারি

অনলাইন ডেস্ক

যেসব ভুলে দ্রুত নষ্ট হয় স্মার্টফোনের ব্যাটারি

প্রতীকী ছবি

পুরো দুনিয়া স্মার্টফোনে বন্দি। স্মার্টফোন ছাড়া আমাদের দৈনন্দিন কাজগুলো সম্পন্ন করা একপ্রকার অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। অফিসের কাজ থেকে শুরু করে কেনাকাটা, পড়ালেখা, যাতায়াতের জন্য উবার ডাকা, বিনোদনসহ প্রত্যাহিত জীবনের প্রতিটি কাজে স্মার্টফোন এক অবিচ্ছেদ্য ডিভাইসে পরিণত হয়েছে। অতএব এত্তসব কাজ সম্পন্ন করতে নিশ্চয়ই স্মার্টফোনটিকে চালু রাখতে হয়। আর স্মার্টফোনটিকে চালু রাখে ব্যাটারি। 

কিন্তু এই ব্যাটারিই যদি দুর্বল হয়ে যায় বা নষ্ট হয়ে যায় তাহলেই পড়তে হয় বিপাকে। কাজের মাঝে চার্জ না থাকার ফলে ফোন বন্ধ হয়ে যাওয়া বা কাজ রেখে বার বার ফোন চার্জে দেওয়াটাও বেশ বিরক্তিকর। অবশ্য নির্দিষ্ট সময়ের আগে ব্যাটারি দুর্বল বা নষ্ট হয়ে যাওয়ার পিছনে আমাদের অসচেতনতাই বেশি দায়ী। চলুন জেনে নেওয়া যাক এমন ৩ ভুল যা স্মার্টফোন ব্যবহারে করা যাবে না-

সারারাত স্মার্টফোন চার্জিং নয়

অনেকেই এই ভুলটি করেন। না জেনেই বেশিরভাগ মানুষ সারারাত ফোন চার্জে দিয়ে রাখেন। আপনারও যদি এই অভ্যাস থেকে থাকে তাহলে এখনই তা বদলে ফেলুন। কারণ ফোন ফুল চার্জ হওয়ার পরেও চার্জার কানেক্ট করে রাখলে কমতে থাকে ব্যাটারির আয়ু। ফলে এই অভ্যাস দিনের পর দন জারি রাখলে তাড়াতাড়ি আপনার স্মার্টফোনের ব্যাটারির কার্যক্ষমতা হারাবে।

প্লাগ থেকে চার্জার খুলে রাখুন

আমাদের অনেকেরই অভ্যাস চার্জার সারাক্ষণ প্লাগে লাগিয়ে রাখি। জানেন কি? আপনার এই অভ্যাস স্মার্টফোনের ব্যাটারির আয়ু কমিয়ে দেয় কয়েকগুণ। নতুন কিছু স্মার্টফোন আছে যেগুলো ফুল চার্জ হলে চার্জিং নিজে থেকেই বন্ধ হয়ে যায়। কিন্তু সেই সময়ও চার্জার থেকে কারেন্ট আসে। এই কারণে ফোন ফুল চার্জ হলে চার্জার প্লাগ থেকে খুলে নিন। অথবা চার্জারের সুইচ বন্ধ করে দিতে পারেন। ফোন চার্জ সম্পূর্ণ হওয়ার পরেও চার্জার লাগিয়ে রাখবেন না।

রোদে স্মার্টফোন চার্জে রাখবেন না

স্মার্টফোন চার্জ দেওয়ার সময় আরেকটি বিষয় খেয়াল রাখুন, সেটি হচ্ছে-অতিরিক্ত গরম কোনো জায়গায় ফোন চার্জ করবেন না। অতিরিক্ত গরমে ফোন চার্জ করলে তার প্রভাব সরাসরি ফোনের উপরে পড়ে। এছাড়াও ফোন চার্জিংয়ের সময় তা ব্যবহার না করা ভালো। ফোন চার্জিংয়ের সময় ব্যবহার করতে বাড়তে থাকে ব্যাটারির তাপমাত্রা। যা আসলে ব্যাটারির ক্ষতি করে। ২০ শতাংশ হলেই খুলে ফেলুন। 


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর