বগুড়ার শেরপুর উপজেলায় ফ্লাইওভার ও আন্ডারপাস নির্মাণের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি শুরু করেছে নাগরিক স্বার্থ সংরক্ষণ কমিটি ও স্বার্থ রক্ষা পরিষদ। শনিবার বেলা ১২টায় সংগঠন দু’টির যৌথ উদ্যোগে শহরের স্থানীয় বাসস্ট্যান্ডে এলাকায় এই কর্মসূচির উদ্বোধন করা হয়।
সভাপতিত্ব করেন শেরপুর নাগরিক স্বার্থ সংরক্ষণ কমিটির সভাপতি আলহাজ্ব মুন্সী সাইফুল বারী ডাবলু। কর্মসূচিতে সংহতি জানিয়ে অংশ নেন ব্যবসায়ী, পেশাজীবীসহ অন্তত ৩০টি সংগঠনের সদস্যরা। আগামী ০৫ মে পর্যন্ত এই গণস্বাক্ষর কর্মসূচি চলবে।
নাগরিক স্বার্থ সংরক্ষণ কমিটির সাধারণ সম্পাদক সুজিত বসাকের সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য রাখেন শেরপুর-ধুনট স্বার্থ রক্ষা পরিষদের আহ্বায়ক কেএম মাহবুবার রহমান হারেজ, খানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পিয়ার হোসেন পিয়ার, শেরপুর নাগরিক স্বার্থ সংরক্ষণ কমিটির সহ-সভাপতি এ্যাডভোকেট খায়রুল বাশার সোহাগ, যুগ্ম সম্পাদক আইয়ুব আলী, শেরপুর পৌরসভার সাবেক মেয়র স্বাধীন কুমার কুণ্ডু, বিএনপি নেতা ফিরোজ আহম্মেদ জুয়েল, হাসানুল মারুফ শিমুল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি দীপিক কুমার সরকার, মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাহিদ আল মালেক, ব্যবসায়ী আফছার আলী, স্বার্থ সংরক্ষণ কমিটির কোষাধ্যক্ষ শাহজামাল কামাল, সদস্য আব্দুল হালীম খোকন প্রমুখ।শেরপুর নাগরিক স্বার্থ সংরক্ষণ কমিটির সভাপতি মুনসী সাইফুল বারী ডাবলু জানান, শেরপুর শহরটি রক্ষার জন্য ফ্লাইওভার ও জনবহুল বাজার এলাকায় আন্ডারপাস নির্মাণ অতিব জরুরি। সেটি করা না হলে এই অঞ্চলের মানুষ চরম বিপদে পড়বেন। এই দাবিটি শেরপুরবাসীর প্রাণের দাবিতে পরিণত হয়েছে। তাই বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দিয়ে শেরপুর শহরে ফ্লাইওভার নির্মাণ করার জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরের নিকট জোর দাবি জানান তিনি।
বিডি প্রতিদিন/আরাফাত