শিরোনাম
২৯ এপ্রিল, ২০২৩ ১৭:৩৮

দশমিনায় গৃহবধূর লাশ উদ্ধার, আটক ৩

পটুয়াখালী প্রতিনিধি:

দশমিনায় গৃহবধূর লাশ উদ্ধার, আটক ৩

প্রতীকী ছবি

পটুয়াখালীর দশমিনায় মুগডাল ক্ষেত থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার রনগোপালদী ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের শরিফকান্দা এলাকার একটি মুগডালের ক্ষেত থেকে এ লাশ উদ্ধার করা হয়। 

এ ঘটনায় নিহতের স্বামী ফোরকান সিকদার, তার চাচাতো ভাই মঙ্গল সিকদার ও দ্বিতীয় স্ত্রী মমতাজ বেগম আটক করেছে পুলিশ। নিহত লাইলী বেগম (৩৫) একই ইউনয়নের পাতার চর গ্রামের শামছুল হক সরদারের মেয়ে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে মুগডাল তুলতে গিয়ে এক নারীর লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে গৃহবধূর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। পরে নিহতের শরীরে আঘাতের চিহ্ন পাওয়ায় তাৎক্ষনিকভাবে অভিযান চালিয়ে নিহতের স্বামী ফোরকান সিকদার, স্বামীর চাচাতো ভাই মঙ্গল সিকদার ও দ্বিতীয় স্ত্রী মমতাজ বেগম আটক করে পুলিশ। 
নিহত লাইলী বেগমের ভাই মোক্তার সরদার সাংবাদিকদের অভিযোগ করে বলেন, রাতে আমার দুলা ভাই লাইলী’র স্বামী ফোরকান নদীতে মাছ শিকারে যায়। রাত আনুমানিক ১টার পরে ফিরে এসে ফোরকান ও তার দ্বিতীয় স্ত্রী মমতাজ পরিকল্পনা করে আমার বোনকে মেরে মুগডাল ক্ষেতে ফেলে রেখেছেন। আমার বোনের তিন সন্তান মাফুজা, কলি ও জাহিদ এতিম হয়ে গেছে। আমি এ ঘটনার বিচার চাই। 

দশমিনা থানা অফিসার ইনচার্জ ওসি মো. মেহেদী হাসান জানান, নিহতের লাশ উদ্ধার করে সুরাহতাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে নানান ধরনের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ভোর রাতের যে কোন সময় ওই নারীকে এ অবস্থায় ফেলে রেখে গেছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। এ ঘটনায় তিন জনকে আটক করা হয়েছে।জিজ্ঞাসাবাদ শেষে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর