মেহেরপুরের গাংনীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রুবেল হোসেন (৩০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে উপজেলার নিত্যানন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রুবেল গাংনী পৌরসভাধীন বাঁশবাড়িয়া গ্রামের দক্ষিণ পাড়ার জেল হকের ছেলে।
স্থানীয়রা জানান, গাংনী উপজেলার নিত্যানন্দপুর গ্রামের ন্যাড়া মন্ডলের বাড়ির ছাদ ঢালাইয়ের কাজ করার সময় ভাইব্রেটর মেশিনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারাত্মক আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা. ফারুক হোসেন তাকে মৃত ঘোষণা করেন।
গাংনী থানার ওসি (তদন্ত) মনজিৎ কুমার নন্দী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই