ফরিদপুরে জেলা আওয়ামী লীগের উদ্যোগে নানা আয়োজনের মধ্য দিয়ে শেখ হাসিনার ৪৩তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করা হচ্ছে। এ উপলক্ষে সকাল ৮টায় থানা রোডস্থ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের সূচনা করা হয়।
পরে দলীয় কার্যালয়ে রাখা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। সকাল ৯টায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মাসুদুল হক মাসুদ, কে এম সেলিম, যুগ্ম সম্পাদক ঝর্না হাসান, পৌর মেয়র অমিতাব বোস, দপ্তর সম্পাদক আলী আশরাফ পিয়ার, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জামাল হোসেন মিয়া, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সোহেল রেজা বিপ্লব, প্রচার সম্পাদক নিয়াজ জামান সজিব, সাংগঠনিক সম্পাদক আবু নাঈম, অ্যাডভোকেট জাহিদ বেপারী, উপ প্রচার সম্পাদক আলী আজগর মানিক, কোতয়ালী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামচুল হক চৌধুরী, শ্রমিক লীগের আহ্বায়ক গোলাম মো. নাছির, মহিলা লীগের সভাপতি মাহমুদ বেগমসহ আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা।
স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বুধবার বিকাল চারটায় জেলা আওয়ামী লীগের উদ্যোগে শহরের শেখ রাসেল স্কয়ারের সামনে থেকে বর্ণাঢ্য একটি র্যালি বের হবে।
বিডি প্রতিদিন/এমআই