মেহেরপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়ে শাওন (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে সদর উপজেলার তেরঘরিয়া বিলের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাওন সদর উপজেলার শোলমারী গ্রামের পাঠানপাড়ার আশরাফ আলীর ছেলে ও শোলমারি মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। একইসঙ্গে শাওনের পেছনে চড়ে থাকা সৌরব নামে আরেক স্কুলছাত্র গুরুতর আহত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও শোলামারী গ্রামের বাসিন্দা সেলিম রেজা।
প্রত্যক্ষদর্শীরা জানান, শোলমারী গ্রাম থেকে মেহেরপুরের দিকে মোটরসাইকেলযোগে শাওন ও তার বন্ধু সৌরব যাচ্ছিল। তেরঘরিয়া বিলের নিকট পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়ে যায় মোটরসাইকেল। এসময় রাস্তার পাশে থাকা একটি পাওয়ার টিলার ধাক্কা মারে শাওনকে।
পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসে। জরুরি বিভাগের চিকিৎসকরা শাওনকে রাজশাহী রেফার্ড করে। পরে রাজশাহী যাওয়ার পথে পাবনায় তার মৃত্যু হয়। আহত সৌরব মেহেরপুর ২৫০ শয্যার হাসপাতালে চিকিৎসাধীন।
বিডি প্রতিদিন/এমআই