পটুয়াখালীর কলাপাড়ায় গাছ বোঝাই একাটি গাড়ির সঙ্গে অটোরিকশার ধাক্কা লেগে বাবলু (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয় চিন্ময় নামের এক স্কুল শিক্ষক। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে কলাপাড়া-কুয়াকাটা মহাসড়ক ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত বাবলু ঝালকাঠি জেলার রাজাপুর থানার চারাখালি গ্রামের মৃত আছমত আলীর ছেলে।
কলাপাড়া থানার ওসি মো. জসীম জানান, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। মৃত ব্যক্তির পরিবার অভিযোগ দিলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/এএম