নেত্রকোনায় গান, কবিতা ও আলোচনায় রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে ‘বাংলা সাহিত্য ও বাঙ্গালি জীবনে রবীন্দ্র-নজরুল মানস’ শীর্ষক প্রবন্ধের উপর আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শহরের মোক্তারপাড়া পাবলিক হল মিলনায়তনে জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে বৃহস্পতিবার রাতে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের সভাপতিত্বে মূল প্রবন্ধ পাঠ করেন অধ্যাপক ননী গোপাল সরকার। প্রবন্ধের উপর আলোচনা করেন অধ্যাপক মতীন্দ্র সরকার।
এছাড়াও বক্তব্য রাখেন, পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অনিমেষ সোম, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান ও সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল আমিন।
পরে বিশ্বকবি ও জাতীয় কবির গান, কবিতা, নৃত্যে মুখরিত হয়ে ওঠে পাবলিক হল প্রাঙ্গণ। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কাওয়ালি গানের সাথে শিশু একাডেমির ক্ষুদে শিশুদের পরিবেশনায় মুগ্ধ হন দর্শক শ্রোতা। পাশাপাশি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভালোবাসার গানে ভরিয়ে তোলে উপস্থিত সকলের মন। এরপর গান, নৃত্য, আবৃত্তির প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ ও পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান।
বিডি প্রতিদিন/নাজমুল