কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও খালেদা জিয়ার উপদেষ্টা ডা. এজেডএম জাহিদ হাসান বলেছেন, বিএনপি সেই দল যে দল জনগণের পাশে থাকে, জনগণকে সাথে নিয়ে তাদের অধিকারের কথা বলে। বিএনপির আন্দোলন খালেদা জিয়া বা তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানানোর কর্মসূচি নয়। বিএনপির আন্দোলন জনগণের অধিকার ফিরিয়ে দেবার আন্দোলন।
শুক্রবার বিকেলে ঠাকুরগাঁও জেলা বিএনপির আয়োজনে শহরের পাবলিক ক্লাব মাঠে ১০ দফা বাস্তবায়নে দাবিতে জনসমাবেশের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাবেশে জেলা বিএনপির সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমানের সভাপতিত্বে আরো বক্তব্য দেন জেলা বিএনপি সহসভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইউনুস আলী, জেলা বিএনপির ভারপ্তাপ্ত সাধারণ সম্পাদক পয়গাম আলী, ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমান, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ, যুবদলের সভাপতি মো: মাহেবুল্লাহ চৌধুরী আবু নুর, দফতর সম্পাদক মামুনুর রশীদ মামুন, সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সোহেল রানা, ছাত্রদলের সভাপতি মো: কায়েস আলী, পৌর বিএনপি সভাপতি শরিফুল ইসলাম শরিফ, মহিলাদলের সভানেত্রী ও সদর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ফোরাতুন নাহার প্যারিস প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ