২৮ মে, ২০২৩ ১৭:৪৯

ভূমি সেবা দিতে ব্যবসায়ীদের দোরগোড়ায় এসিল্যান্ড

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি

ভূমি সেবা দিতে ব্যবসায়ীদের দোরগোড়ায় এসিল্যান্ড

ফরিদপুরের চরভদ্রাসনে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে ব্যবসায়ীদের দোরগোড়ায় গিয়ে ভূমি সেবা দিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) এস. এম রাসেল ইসলাম নূর। রবিবার দুপুর বারোটার দিকে চরভদ্রাসন সদর বাজারে বিভিন্ন ব্যবসায়ীদের সরকারের একসনা বন্দোবস্ত দেওয়া চান্দিনা ভিটির নবায়নকৃত ডিসিআর পৌঁছে দেন তিনি।

ভূমি সেবা সপ্তাহের অংশ হিসেবে ভ্রাম্যমাণ ভূমি সেবা প্রদানের লক্ষে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় দশ থেকে পনেরো জন ব্যবসায়ীকে তাদের দোকানের নবায়নকৃত ডিসিআর প্রদান করা হয়। 

এ বিষয়ে চরভদ্রাসন হাটবাজার বণিক সমিতির সভাপতি মো. আলমগীর মোল্যা বলেন, চরভদ্রাসন বাজারের ব্যবসায়ীরা ডিসিআর নবায়ন জটিলতায় ভুগছিলো। ব্যবসায়ীরা এতো সহজে এ সেবা পাবে তা কেউ কল্পনাও করেনি। এর মাধ্যমে ব্যবসায়ীদের ভোগান্তি দূর হলো।

এসিল্যান্ড এস. এম রাসেল ইসলাম নূর বলেন, ভূমি সেবা সপ্তাহের আজ শেষ দিন, তাই আমরা মানুষের দ্বারে দ্বারে গিয়ে সেবা প্রদানের চেষ্টা করছি। এছাড়া ভূমি সেবা প্রাপ্তি কতটা সহজ হয়েছে সে বিষয়ে সাধারণ মানুষের কাছে গিয়ে বোঝানোর চেষ্টা করছি। 

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর