২৯ মে, ২০২৩ ১৮:৪০

রাঙামাটিতে বন্য হাতির আক্রমণে একজনের মৃত্যু

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটিতে বন্য হাতির আক্রমণে একজনের মৃত্যু

প্রতীকী ছবি

রাঙামাটির বরকলে বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে একজনের মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ৬টার দিকে বরকল উপজেলার সদর ইউনিয়নের কুরকুটিছড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম মো. আব্দুল মালেক (৫৬)। 

পুলিশ সূত্রে জানা যায়, রাঙামাটি বরকল উপজেলার সদর ইউনিয়নের কুরকুটিছড়ি এলাকায় বাসিন্দা মো. আব্দুল মালেক। তিনি ফজরের নামাজ আদায় করতে অজু করার জন্য পাহাড়ি ছড়ায় নামে। এসময় পাহাড় থেকে একদল বন্য হাতির পাল নামে। হাতির সামনে পড়তেই সুর দিয়ে টেনে পদদলিত করে হত্যা করে আব্দুল মালেকে। এসময় আশপাশের স্থানীয়রা ছুটি আসলেও হাতির কাছ থেকে রক্ষা করতে পারেনি তাকে। হাতির পায়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় তার।

পরে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে বরকল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

রাঙামাটি বরকল থানার কর্মকর্তা ওসি মো. নাছির উদ্দিন জানায়, ময়নাতদন্ত ছাড়া লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। হাতির আক্রমণে মৃত্যুর কারণে তার পরিবার ময়নাতদন্তে করতে রাজি হয়নি। তবে ঘটনার জন্য একটি অপমৃত্যুর মামলা হয়েছে।


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর