ফরিদপুরের মধুখালীতে অবৈধ ভাবে বহন করা প্রায় দেড় কেজি ওজনের স্বর্ণের বারসহ দুই জনকে আটক করে মধুখালী থানা পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় জনতা। এ ব্যাপারে শনিবার মধুখালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। শনিবার দুপুর ১টার দিকে মধুখালী থানা পুলিশ সাংবাদিকদের তথ্যটি জানান।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৯ জুন শুক্রবার বিকেল পৌনে ৩টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের ঢাকা-খুলনা মহসড়কের মাঝকান্দী বাসস্ট্যান্ড এলাকায় উদ্দেশ্যহীনভাবে এক নারী ও এক পুরুষকে ঘোরাফেরা করতে দেখে এলাকাবাসীর সন্দেহ হয়। পরে এলাকাবাসী তাদের আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে মধুখালী থানা পুলিশ ঘটনাস্থলে এসে আটক করা ও নারী ও পুরুষের দেহ তল্লাশি করে মোট ছয়টি স্বর্ণের বার উদ্ধার করে। উদ্ধারকৃত স্বর্ণবারের ওজন ১ কেজি ৩৫৮ দশমিক ৫০ গ্রাম। যার বর্তমান বাজার মূল্য ১ কোটি ৪ লক্ষ ৮৫ হাজার ৮৫০ টাকা। পরে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে।
আটক পুরুষের নাম শংকর কুমার মালো (৩৯)। তিনি ফরিদপুর সদরের কানাইপুর ইউনিয়নের বাসিন্দা। আটক নারীর নাম জামিলা পারভীন (২৫)। তিনি ফরিদপুর সদরের চর মাধবদিয়া ইউনিয়নের তালতলা গ্রামের বাসিন্দা।
পুলিশের জিজ্ঞাসাবাদে শংকর কুমার মালো জানায়, ঢাকার তাতী বাজার থেকে ভারতে পাচারের উদ্দেশ্যে চুয়াডাংঙ্গা জেলার দর্শনায় পৌঁছে দেওয়ার কথা ছিল।
মধুখালী থানার উপ-পরিদর্শক (এসআই) চম্পক বড়ুয়া জানান, এ ব্যাপারে মধুখালী থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ রানা বাদী হয়ে ওই দুই পুরুষ ও নারীকে আসামি করে শনিবার সকালে মধুখালী থানায় মামলা দায়ের করেছেন। শনিবার বিকেলে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়ে দেওয়া হয়।
বিডি প্রতিদিন/এএম