বরগুনার পাথরঘাটায় বলেশ্বর নদীর চরদুয়ানীর খালের মুখ থেকে পাচারের সময় ২০০ কেজি হরিণের মাংস জব্দ করা হয়েছে। শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে চরদুয়ানী নৌ-পুলিশ ক্যাম্পের সদস্যরা এসব হরিণের মাংস জব্দ করে।
বিষয়টি নিশ্চিত করেছেন চরদুয়ানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শহিদুল ইসলাম সরদার।
তিনি জানান, শনিবার রাতে চরদুয়ানী নৌ-পুলিশ ক্যাম্পের সদস্যরা বলেশ্বর নদী টহল দিচ্ছিল। এ সময় তারা দেখতে পান, বিষখালী ও বলেশ্বর নদীর বাড়ানি খালের মুখে একটি মাছ ধরা ট্রলার থেকে বস্তায় কিছু নামানো হচ্ছে। পরে তারা ট্রলারের দিক অগ্রসর হলে ট্রলারে থাকা লোকজন পালিয়ে যায়।
এরপর ট্রলারে উঠে তল্লাশি করে চারটি বস্তা পাওয়া যায়। এসব বস্তার মুখ খুলে দেখা যায়, এর মধ্যে হরিণের মাংস। যা আনুমানিক ২০০ কেজি হবে বলে ধারণা করা হচ্ছে। উদ্বারকৃত হরিণের মাংস স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/এমআই