নোয়াখালীতে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করা হয়েছে এবং কৃষকদের মাঝে বিনামূল্যে বিভিন্ন জাতের কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। রবিবার সকাল ১১টায় নোয়াখালী সদর উপজেলার কৃষি অধিদপ্তরের উদ্যোগে উপজেলা প্রাঙ্গনে তিন দিনব্যাপী এ কৃষি মেলা উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষ্যে মেলা উদ্বোধনী অনুষ্ঠানে সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মোশরেফুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নুর আলম ছিদ্দিকী রাজু, মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফা মোমিন, সাংবাদিক আকবর হোসেন সোহাগ ও আবু নাছের মঞ্জু। মেলায় দেশীয় ফলমূল, বৃক্ষ, চারাগাছ ও বিভিন্ন জাতের ২০টি স্টল স্থান পেয়েছে। আগামী ১৩ই জুন পর্যন্ত মেলা চলবে।
বিডি প্রতিদিন/এএ