আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশ-বিদেশে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চলছে। আর সকল অপতৎপরতা ও ষড়যন্ত্র মোকাবিলা করে জনগণ ও নেতাকর্মীদের নৌকার জয় সুনিশ্চিত করতে হবে বলে আহবান জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. রেজাউল করিম রাজু। শনিবার বিকেল থেকে রাত পর্যন্ত নগরীর ৮ নং ওয়ার্ডে সরকারের উন্নয়ন তুলে ধরে নৌকার পক্ষে গণসংযোগকালে এসব কথা বলেন তিনি। পরে গুলাই বুদাই, ফুল আমেরতল, হাজির বাজার, রুবেলের বাজার, নয়ার বাজার, মহব্বত খা, সৎ বাজার এলাকায় মধ্য রাত পর্যন্ত গণসংযোগ করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন নগরীর ৮ নং ওয়ার্ড কাউন্সিলর আফসার আলী, হারাগাছ থানা আওয়ামী লীগের সভাপতি রেজাউল ইসলাম রেজা, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, পশুরাম থানা আওয়াামী লীগের সভাপতি ও কাউন্সিলর হারাধন রায়, ৬ নাম্বার ওয়ার্ড সাবেক কাউন্সিলর মনোয়াার ইসলাম লেবু প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ