মেহেরপুরে ১৩৩ জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার ও সাতজনকে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। আজ রবিবার দুপুরে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারে জেলা প্রশাসন এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে হুইল চেয়ার ও বাইসাইকেল বিতরণ করা হয়।
হুইল চেয়ার ও বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে মেহেরপুর জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা পুলিশ সুপার মোঃ রাফিউল আলম পিপিএম, জেলা সমাজসেবা উপ-পরিচালক গোলাম রাব্বি প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ