শিক্ষার গুণগত মান প্রসারিত করতে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) বিভিন্ন বিভাগের প্রভাষকবৃন্দের জন্য “স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস ফর দ্যা টিসার্স অব এইসএসটিইউ” বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল সাড়ে ৯টায় হাবিপ্রবিতে ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান।
আইকিউএসি এর পরিচালক প্রফেসর ড. বিকাশ চন্দ্র সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আইআরটির পরিচালক প্রফেসর ড.এস.এম. হারুন-উর-রশীদ, আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড.মোঃ শাহ্ মইনুর রহমান এবং স্বাগত বক্তব্য প্রদান করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ তহিদার রহমান। রিসোর্সপার্সন ছিলেন আই.ইউ.বি.এ.টিএর ডিরেক্টর ও স্ট্যাটিস্টিকস বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. খোন্দকার সাইফ উদ্দিন।
বিডি প্রতিদিন/এএ