ময়মনসিংহের হালুয়াঘাটে মোটরসাইকেল ও ইজিবাইকের সংঘর্ষে জামিল হোসেন (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ রবিবার বেলা ১১টার দিকে উপজেলার জুগলী ইউনিয়নের বাঘাইতলা রোডের ঘোষবেড় শিমুলকুচি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত জামিল হোসেন উপজেলার ভুবনকুড়া ইউনিয়নের আমিরখাঁকুড়া গ্রামের জয়নাল আবেদীনের পুত্র।
স্থানীয়রা জানায়, বিপরীত দিক থেকে আসা ইজিবাইকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়রা গুরুতর আহত জামিলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানের কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক জামিলকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন চন্দ্র রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনাস্থল পরিদর্শন ও নিহতের সুরতহাল সম্পন্ন করে থানা পুলিশ। ময়নাতদন্ত ছাড়ায় আবেদনের প্রেক্ষিতে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ