হাত বাড়ালেই ভারতের সেভেন সিস্টারের অন্যতম রাজ্য মেঘালয়। শেরপুর দিয়ে এই মেঘালয়ে যাওয়ার সহজ নালিতাবাড়ীর নাকুগাও পূর্ণাঙ্গ স্থলবন্দর ও মেঘালয় রাজ্যের ডালু (কিল্লাপাড়া)। করোনার সময় ২০২০ সালের মার্চ মাস থেকে পৌনে চার বছর ধরে দুই দেশের নিরাপত্তার স্বার্থে যাত্রী পারাপার ও পন্য আনা নেওয়া বন্ধ ছিল।
এর মধ্যে শুধু পণ্য আনা নেওয়া সীমিত আকারে হলেও দুই দেশের মানুষের আসা যাওয়া বন্ধ ছিল। দুই দেশের অসংখ্য মানুষকে ভিসা দেওয়া হলেও ইমিগ্রেসন চালু ছিল না। দীর্ঘ সময় বন্ধ থাকার পর অবশেষে আগামীকাল সোমবার সকাল থেকে এই বন্দর দিয়ে যাত্রী পারাপার শুরুর সবুজ সংকেত মিলেছে বলে জানিয়েছেন নাকুগাও ইমিগ্রেশন কর্তৃপক্ষ।
সূত্র জানায় দুই দেশের ইমিগ্রেশন সংক্রান্ত কাগজপত্র ও মালামাল আনা নেওয়া বৈধতা পরীক্ষার বিষয়টি ডিজিটাল ছিল না। এনালগ পদ্ধতিতে হাতে লিখেই চলত ইমিগ্রেশন সংক্রান্ত তথ্য সংগ্রহ। ফলে যাত্রীদের নিরাপত্তা ও সময় অপচয় বিষয়টি মাথায় নিয়ে যাত্রী আসা যাওয়া বন্ধ রাখে দুই সরকার। এই সময়ে মধ্যেই দুই দেশের সরকার ইমিগ্রেশন সংক্রান্ত সকল কিছু ডিজিটাল করে নেয়।
ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা এসআই দেলোয়ার বলেছেন, সবুজ সংকেত পেয়েছি। তবে নাকুগাও ইমিগ্রেশস সেন্টারে একটি মেশিনের সফটওয়্যার সংক্রান্ত কাজ করেছে সরকারের এসবি (স্পেশাল ব্রাঞ্চ) শাখা। এই সফটওয়্যারের আপডেট যে কোনো মুহূর্তেই যাওয়া যেতে পারে। সফটওয়্যারের আপডেট পেলে আমরা এখান থেকে সরকারের সংশ্লিষ্ঠ বিভাগকে জানাবো। উপর থেকে নির্দেশনা পাওয়ার সাথে সাথে দুদেশের সীমান্ত দিয়ে বৈধ যাত্রীরা আশা যাওয়া করতে পারবে। এই কর্মকর্তার দাবি আগামীকালই সোমবার এই শুভক্ষণ হবে আশা করছি।
বিডি প্রতিদিন/হিমেল