মেহেরপুরে আবাসিক হোটেলে ইজিবাইক চালক আব্দুর রহমান (৫৫) হত্যা মামলায় দুইজনকে আটক করেছে পুলিশ।
সোমবার (১২ জুন) ভোরের দিকে জেলা গোয়েন্দা পুলিশের একাধিক দল ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থেকে তাদেরকে আটক করে। একই সময়ে উদ্ধার করা হয় ছিনতাইকৃত ইজিবাইক।
আটককৃতরা হলেন- ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার দুবরাজপুর গ্রামের দিনবন্ধু বিশ্বাসের ছেলে পল্লব কুমার বিশ্বাস (৩০) ও একই উপজেলার গোপালপুর গ্রামের মজিদ আলীর ছেলে রাজু শেখ (২৭)।
মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের ওসি সাইফুল আলম জানান, মোবাইল ট্রাকিং করে আসামিদের অবস্থান সনাক্ত করা হয়। পরে অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আজমল হোসেনের নেতৃত্বে জেলা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের একাধিক টিম অভিযান চালিয়ে প্রথমে পল্লব কুমার বিশ্বাসকে ও পরে তার স্বীকারোক্তি মূলক জবানবন্দী অনুযায়ি রাজু শেখকে গ্রেফতার করা হয়। এই ঘটনায় তদন্ত চলছে। আরও যারা জড়িত রয়েছে তাদেরকে খুব দ্রুত আটক করা হবে।
প্রসঙ্গত, রবিবার (১১ জুন) বিকেলে মেহেরপুর শহরের হোটেল বাজার এলাকায় একটি আবাসিক হোটেল থেকে ইজিবাইক চালক আব্দুর রহমানের গলাকাটা অর্ধ গলিত লাশ উদ্ধার করা হয়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ