বাগেরহাট জেলায় আগামী ১৮ জুন দিনভর ১ লাখ ৭৬ হাজার ৭১৪ জন শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সের ২০ হাজার ৯৭৩ জন শিশুকে খাওয়ানো হবে নীল রংয়ের ক্যাপসুল।
এছাড়া ১২ থেকে ৫৯ মাস বয়সের ১ লাখ ৫৫ হাজার ৭৪১ জন শিশুকে খাওযানো হবে লাল রংয়ের ক্যাপসুল। বুধবার দুপুরে বাগেরহাট সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে কর্মশালায় সাংবাদিকদের এ তথ্য জানানো হয়।
জেলার ৯টি উপজেলা ও দুইটি পৌরসভার ১ হাজার ৮৫৮টি কেন্দ্রের মাধ্যমে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল ক্যাম্পেইন সফল করতে সুপার ভাইজার ও স্বেচ্ছাসেবকসহ ৪ হাজার ৬৪০ জন স্বাস্থ্যকর্মী দায়িত্ব পালন করবেন।
বাগেরহাটের সিভিল সার্জন ডা. জালাল উদ্দিন আহম্মদের সভাপতিত্বে কর্মশালায় ডেপুটি সিভিল সার্জন ডা. মো. হাবিবুর রহমান, বাগেরহাট প্রেসক্লাব সভাপতি নীহার রঞ্জন সাহা, সাধারণ সম্পাদক তালুকদার আব্দুল বাকী, মেডিকেল অফিসার শেখ রিয়াদুজ্জামানসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এমআই