রাজবাড়ীতে ১ লাখ ৩৬ হাজার ৮০ জন শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল। আগামী ১৮ জুন (রবিবার) দিনব্যাপী এই ক্যাপসুল খাওয়ানো হবে।
আজ বুধবার বেলা ১২টায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ে সাংবাদিকদের জন্য আয়োজিত ওরিয়েন্টশন কর্মশালায় এই তথ্য জানানো হয়।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, আগামী রবিবার জেলার ৫টি উপজেলায় ৪২টি ইউনিয়ন ও ৩টি পৌরসভায় মোট ১০৬৬ টি স্থায়ী ও অস্থায়ী কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী ১৬ হাজার ৫৬১ জন শিশু ও ১২ থেকে ৫৯ মাস বয়সের ১ লাখ ১৯ হাজার ৫১৯ জন শিশুকে ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
জেলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন সদর উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রহমানের সভাপতিত্বে ওরিয়েন্টশন কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি অ্যাড. খান মো. জহুরুল হক, সাধারণ সম্পাদক খোন্দকার আব্দুল মতিন বক্তব্য রাখেন।
বিডি প্রতিদিন/হিমেল